আন্তর্জাতিক

হিজাব পরায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ

4.2

সারায়েভো: বসনিয়ার জনসংখ্যা ৩৮ লক্ষ৷ এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মুসলমান৷ সম্প্রতি সে দেশের আইন-আদালতের বিচারক ও কর্মীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

এর প্রতিবাদে রাজধানী সারায়েভোতে বিক্ষোভ হয়েছে৷ প্রায় দুই হাজার মানুষ এতে অংশ নেন, যার বেশিরভাগই নারী৷
প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভে অংশগ্রহণকারীরা যে সব ব্যানার নিয়ে গিয়েছিলেন, তাতে লেখা ছিল ‘হিজাব আমার প্রতিদিনের পছন্দ’, ‘হিজাব আমার অধিকার’, ‘হিজাব আমার জীবন’৷

বিক্ষোভে অংশ নেয়া হালকা নীল রঙের হিজাব পরা ৩৩ বছরের এক মা এলিসা হামোভাচ বলেন, ‘‘আমরা এখানে আমাদের অধিকার রক্ষা করতে এসেছি৷ এটা আমাদের মুকুট, আমাদের অধিকার, আমাদের সম্মান৷”

বসনিয়ার মুসলিম রাজনীতিবিদ সহ ধর্মীয় নেতা ও বিভিন্ন মুসলিম সংগঠনও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ মুসলিম অধ্যুষিত বসনিয়ার মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে দেখা গেছে৷ ১৯৯২ সালে স্বাধীন হওয়ার আগে বসনিয়া যখন কমিউনিস্ট যুগোস্লাভিয়ার অংশ ছিল তখন সেখানে হিজাব নিষিদ্ধ ছিল৷ তবে স্বাধীনতা পাওয়ার পর অনেক নারী হিজাব পরা শুরু করেন।-ডিডাব্লিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button