জাতীয়রাজনীতি

ফেনী শহর জামায়াতে ইসলামীর আমীর মুফতে আবদুল হান্নান গ্রেফতার

ফেনী প্রতিনিধি: হরতাল-অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত ফেনী শহর জামায়াতে ইসলামীর আমির মুফতে আবদুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলার দাগনভূঞাঁ উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন খবরটি নিশ্চিত করেছেন।

আটক মুফতে আবদুল হান্নানের বিরুদ্ধে হরতাল-অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি শহরের জামায়াত নিয়ন্ত্রিত আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। ইসলামের নাম ব্যবহার করে চলা একটি ইসলামী দলের আমীরের এসব কুকর্মের নজীর গোটা দেশবাসীকে লজ্জিত করেছে এবং তার গ্রেফতারের পরপরই ছাত্রলীগসহ বেশকিছু অঙ্গসংগঠন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গ্রেফতারের খবরের প্রতিক্রিয়ায় তারা এমন মন্তব্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button