দেশের সংবাদ

‘দেশের আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে’ দাবি শিল্পমন্ত্রীর

তুলনামূলক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা দেখা যায় নভেম্বর ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৮ মাসে এক বছরে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ডাকাতি, খুন, অপহরণ ও চুরি উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশের আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানায় শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেছে, সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা কমলেও বেড়েছে মাদকের প্রভাব। সমাজে যাতে মাদকবিরোধী একটি সামাজিক বিপ্লব হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই কর্মতৎপরতা গ্রহন করেছি। এটা কার্যকর করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিল্পমন্ত্রী আরো বলেছে, এখন বিশেষভাবে মাদক ব্যবসায়ী গডফাদার সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকার ভিত্তিতে কাজ করছি। সেখানে ৮৬০ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। যার মধ্যে ১৮৮ জন জেলহাজতে রয়েছে। তারপরও আমরা মনে করি এটার ব্যাপারে আরও তৎপর হওয়া প্রয়োজন। এই তৎপরতা নিয়ে আমরা আলোচনা করেছি আগামীতে এই তৎপরতা আরও বৃদ্ধি পাবে।

Back to top button