দেশের সংবাদ

সারাদেশে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, অধিকাংশই কৃষক

ঝড়-বৃষ্টিতে আজ সোমবার এই পর্যন্ত চার জেলায় চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের অধিকাংশই কৃষক। ক্ষেতে কাজ করার সময় তারা এ দুর্ঘটনার শিকার হয়। আমাদের স্থানীয় প্রতিনিধিরা এ খবর জানিয়েছে।

হবিগঞ্জ: জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে সামছুল হক (৩০) নামের এক কৃষক মারা গেছে। আজ দুপুরে স্থানীয় সুটকী নদীর তীরবর্তী হাওরে বোরো ধান কাটার সময় এ ঘটনা ঘটে। সামছুল হক উপজেলা সদরের জাতুকর্ণপাড়া গ্রামের গাজী রহমানের ছেলে।

পাবনা: ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর গাইড ব্যাংক এলাকায় ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে নাজিম হোসেন (৩০) নামের এক ব্যক্তি বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে উপজেলার ‘হঠাৎপাড়া’ এলাকার দিনমজুর। বজ্রপাতে তার মুখমণ্ডল ঝলসে গেছে।

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে মো. মতিন শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গী গ্রামে ক্ষেতে কৃষিকাজ করার সময় এ ঘটনা ঘটে। মতিন শেখ ওই গ্রামের মতো শেখের ছেলে।

সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের জামখলা হাওরের সোনাডুবি বিলে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মো. ইয়াহিয়া (৪২) নামের এক কৃষক মারা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

Back to top button