পাঁচমিশালি

জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বদলাতে চেয়েছিলেন জিয়া

জিয়াউর রহমান তার দখলদারিত্বের শাসনামলে এক বৈঠকে বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছিলেন।

ঘটনাটি ১৯৭৮ সালের ১২ ডিসেম্বর; জিয়াউর রহমান ভারী শিল্প জি.এম. প্ল্যান্ট উদ্বোধন করতে চট্টগ্রাম এসেছিলেন। এই প্ল্যান্টটি সোভিয়েত ইউনিয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে নির্মাণ করে দেয়।

প্লান্টের উদ্বোধন শেষে জিয়াউর রহমান তার বিশ্রামকেন্দ্র চট্টগ্রাম সার্কিট হাইজে ফিরে আসেন। সেখানে একটি অনানুষ্ঠানিক বৈঠকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল ইসলাম ভুঁইয়া। তিনি সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে-

‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেট অধিবেশনে কুরআন তেলওয়াতের আগে জাতীয় সঙ্গীত গাওয়ায় তোলপাড় করা বিএনপির নেতা ডা. ইউসুফ বলেন-
‘স্যার আমাদের পতাকায় ইসলামী রং নেই, এটা আমাদের ভালো লাগে না। এটা ইসলামী তাহজ্জীব ও তমুদ্দুনের সাথে মিলছে না।”

উত্তরে জিয়াউর রহমান বলেন-
“হবে, হবে, সবকিছুই হবে। আগে হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত বদলানো হোক। তারপর জাতীয় পতাকার কথা ভাববো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button