অর্থ-বাণিজ্য

অনুমোদনবিহীন বিদেশিদের তথ্য চেয়েছে এনবিআর

1.4

বাংলাদেশে অনুমোদনবিহীন (ওয়ার্ক পারমিট ব্যতীত) অবস্থানরত বিদেশি নাগরিকদের কর আদায় কার্যক্রম পর্যবেক্ষণে তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তথ্য প্রদানে বিনিয়োগ বোর্ড, এনজিও ব্যুরো, বেপজা ও ইমিগ্রেশনের পরিচালক এবং সিআইডি উইং-১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছে এনবিআর।
গত ২৮ জানুয়ারি এনবিআরের দ্বিতীয় সচিব (ট্যাকসেস লিগাল অ্যান্ড এনফোর্সমেন্ট) মোনালিসা শাহরীন সুস্মিতা ‘অতীব জরুরি’ ক্যাটাগরিতে এ চিঠি ইস্যু করেন।
চিঠিতে বলা হয়েছে, অর্থ আইন-২০১৫ এর সংযোজিত আইনের প্রয়োগ ও বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর প্রযোজ্য কর আদায়ের জন্য কাজ করছে এনবিআর।
এজন্য বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের তালিকার সফট কপি taxeslegalnbr@gmail.com ই-মেইল ঠিকানায় মেইল করতে এবং তালিকার হার্ডকপি (২ সেট) এনবিআরে প্রেরণ করতে অনুরোধ জানানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button