অর্থ-বাণিজ্য

‘জিডিপি নিয়ে আইএমএফ চিরদিনই কম বলে’

ঢাকা: বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) সবসময়ই কম বলে। এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফ চিরদিনই কম বলে। তবে, যখন জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন হয়ে যায়, তখন তারা আমাদের সুরে সুর মেলায়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী এ কথা বলেন।

‘বাংলাদেশ কান্ট্রি ডায়লগ অন ইউজ অ্যান্ড স্ট্রেংথেনিং অব কান্ট্রি সিস্টেম’ শীর্ষক এ সেমিনোরে আরও অংশ নেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, ইউএসএআইডি’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

মুহিত বলেন, জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আমাদের কাছাকাছি কথা বলে এডিবি। এরপরে বলে বিশ্বব্যাংক।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজেটে আমরা ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরেছি, তা শতভাগ অর্জন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button