দেশের সংবাদ

হবিগঞ্জের পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ আহত

বুধবার এ সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার রশিদপুরের রামপুর চা বাগানবাসীর নামে ১৭ একর খাস জায়গা লিজ নেওয়া ছিল। কিন্তু এই জায়গা সুন্দ্রাটিকি গ্রামের কিছু লোক দখল করতে গেলে এলাকায় উত্তজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেলে ওই লোকজন সংঘর্ষে জড়ায়।

বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানায়, পুলিশ ৭৭ রাউন্ড ফাকা গুলি ও ১৬ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় বলে জানায় পরিদর্শক।

বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানায়, ঘটনাস্থলে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বাবুল কুমার দাশ বলে, গুরুতর আহত অবস্থায় ইদ্রিস আলীসহ (৬০) দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দাল মিয়া (৩৫) ও হাবিব উল্লাহ (২৭) নামের দুজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বাহুবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায়।

Back to top button