দেশের সংবাদ

সন্ত্রাসীরা পিছু হটলেও এখনো হাল ছাড়েনি : তথ্যমন্ত্রী

দেশের সন্ত্রাসীরা পিছু হটলেও এখনো হাল ছাড়েনি বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছে, শিক্ষক এবং জনপ্রিয় লেখক জাফর ইকবালের ওপর চালানো আক্রমণ সেটিই প্রমাণ করেছে। এই আক্রমণ এটাই প্রমাণ করল যে তারা এখনো চক্রান্ত করেই যাচ্ছে।

রোববার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জাফর ইকবালকে দেখতে যায় তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছে ইনু।

তথ্যমন্ত্রী বলেছে, ‘সুতরাং একটাই রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা হলো সন্ত্রাসীদের প্রশ্নে ও তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনো রাজনৈতিক ছাড় দেওয়া যায় না।’এ ব্যাপারে জাতির ঐক্যবদ্ধ থাকা উচিত উল্লেখ করে হাসানুল হক ইনু বলেছে, সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণভাবে ধ্বংস করা উচিত।

জাফর ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেছে, চিকিৎসকরা তাকে জানিয়েছে— জাফর ইকবাল ভালো আছে। সুস্থ আছে। খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবে। জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button