রাজনীতি

আ’ লীগের সম্মেলন মঞ্চ হবে ঐতিহ্য ও প্রযুক্তি নির্ভর

29

ঢাকা: আধুনিকতা, ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবির সঙ্গে প্রযুক্তি নির্ভর ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের মঞ্চ স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় বলা হয়, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মঞ্চে যেমন ঐতিহ্যের ছোঁয়া থাকবে, তেমনি আধুনিক ও প্রযুক্তির ছোঁয়াও থাকবে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

সভা পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

এ বিষয়ে পরবর্তী সভা আগামী ২৮ ফেব্রুয়ারি বেলা ১টায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button